Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

১.বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনার উন্নয়ন সাধন ও বৈধ উপায়ে বিদেশ গমনের লক্ষ্য বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক রেজিষ্ট্রেশন এবং অনলাইন এ ভিসা যাচাইসহ বিভিন্ন প্রকার সেবা প্রদান করে আসছে। ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীগণ স্বচ্ছতার সাথে অতি স্বল্প সময়ের মধ্যে বিদেশ গমনের প্রয়োজনীয় কার্যসমূহ সম্পন্ন করতে পারছে। ডিইএমও এর মাধ্যমে প্রতিদিন বিদেশ গমনেচ্ছুক কর্মীগণ বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হচ্ছেন। অবৈধ অভিবাসন প্রতিরোধে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য ডিইএমও, বান্দরবান’র আওতাধীন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইলেকট্রনিক, প্রিন্টের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার, অভিবাসন সম্পর্কে পুসিত্মকা বিতরণ ও সচেতনতামূলক লিফলেট প্রকাশ, পোষ্টার প্রদর্শিত সংক্রামত্ম প্রচার প্রচারণার কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

২. নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্য ব্যাপক প্রচার প্রচারণা বৃদ্ধি করায় মধ্যস্বত্বভোগী/দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম হ্রাস পেয়েছে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা অব্যহত রাখায় রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিদেশ গমনেচ্ছু কর্মীগণ সঠিক দিক নির্দেশনা পাওয়ায় ডিইএমও, বান্দরবান’র আওতাধীন জেলা সমূহের বিদেশগামী কর্মীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

 

৩. মাইগ্রেশন রিসোর্স সেন্টার এর মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ ও সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মাধ্যমে মধ্যস্বত্ত্বভোগী শ্রেণীর দৌরাত্ম অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে।